সোমবার থেকে টানা ৯দিন সুজানগর পৌর বাজার লকডাউন ঘোষণা
এম এ আলিম রিপনঃ সোমবার (১৫ জুন) ভোর থেকে আগামী (২৩ জুন) রোজ মঙ্গলবার রাত পর্যন্ত টানা ৯ দিন সুজানগর পৌর বাজার লকডাউন ঘোষণা করা হয়েছে।
লকডাউন চলাকালে শুধুমাত্র ঔষধের দোকান বাদে পৌর বাজারের সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ।
সুজানগরে দিনদিন করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাজার বণিক সমিতি সুত্রে জানাযায়। এদিকে গত শনিবার (১৩ জুন) সুজানগর বাজার বণিক সমিতির আহ্বায়ক ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং বাজার বণিক সমিতির যুগ্ন-আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় বাজার ব্যবসায়ীদের অংশগ্রহনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে লকডাউনের এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। উল্লেখ্য এ পর্যন্ত শুধুমাত্র সুজানগর পৌরসভাতেই ব্যবসায়ী সহ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ২জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে।
এছাড়া রবিবার (১৪জুন) পর্যন্ত সুজানগর উপজেলায় মোট ৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানান সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান।
No comments