ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

না ফেরার দেশে চলে গেলেন সুজানগরের প্রিয় উত্তম কুমার


এম এ আলিম রিপনঃ  পরিবারপরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সর্বপরি রাজনৈতিক সহযোদ্ধাদের কাঁদিয়ে নাফেরার দেশে চলে গেলেন সুজানগরের সকল মানুষের কাছে প্রিয় দাদা হিসাবে পরিচিত সুজানগর পৌর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রী উত্তম কুমার দাস। 

যারা সুজানগরে থেকে অতীতে রাজনীতি করেছেন বা এখনও করছেন তাদের মধ্যে ছোট বড় এমন কেউ নেই যে উত্তম কুমার দাশের নামের সাথে পরিচিত নয়।এমনকি সুজানগরের বাইরে থেকে আসলেও পৌর বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন উত্তম কুমার দাসের লন্ড্রীর দোকানে এসে কোন ব্যক্তি চা পান না করে যেতে পারেনি। তাইতো মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় উত্তম দাশের (৪৭) মৃত্যুর পর তার মরদেহ বিকাল ৫টার দিকে নিজ বাসভবন সুজানগর পৌরসভার ভবানীপুর এসে পৌঁছালে  শেষ বারের মত তাকে দেখতে ছুটে আসেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ও দলীয় অন্যান্য নেতৃবৃন্দ সহ অসংখ্য মানুষ। 

এসময় তার জীবনের উপর স্মৃতিচারণ করতে গিয়ে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন  উত্তম কুমার ছিলেন দলের জন্য একজন নিবেদিত প্রাণকর্মী। শুধু তাই নয় তিনি কারো কাছে প্রিয় উত্তম দাদা অথবা কারো কাছে উত্তম কাকা হিসাবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে আওয়ামীলীগ একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো। 

পরলোকগমনকালে তিনি  স্ত্রী, দুই মেয়ে, একমাত্র ভাই শ্রী প্রণব কুমার দাস সহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে গেছেন। পরে এদিন রাতেই পোড়াডাঙ্গা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে শ্রী উত্তম কুমার দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক ও চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক রাজু আহমেদ প্রমুখ। 

No comments

Powered by Blogger.