ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

পাবনা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সভা ও নতুন কার্যালয়ের সাইনবোর্ড স্থাপন


এম এ আলিম রিপনঃ  বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) পাবনা জেলা শাখার সদস্যদের অংশগ্রহনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ডিসেম্বর) নগরবাড়ী ঘাট শাখা কার্যালয়ে পাবনা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সভাপতি ও পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং পাবনা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাবনা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুস ছাত্তার, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আলী (মদনা), যুগ্ন সম্পাদক হুমায়ন কবীর,গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ফরমান আলী, দপ্তর সম্পাদকরওশন আলী, কার্যকারী সদস্য নুর আলম প্রমুখ। 

সভায় বক্তরা সার আমদানি কারকদেরকে ভেজাল সার আমদানি না করে ভালমানের সার আমদানি করে ডিলারদের কাছে সরবাহ করার পাশাপাশি ডিলারদেরকে প্রয়োজনের অতিরিক্ত সার চাপিয়ে না দেবারও আহ্বান জানানো হয়। 

এ সময় তারা আরো জানান ডিলাররা যদি কৃষকদের কাছে ভালমানের সার দিতে পারেন তাহলে জমিতে কৃষকেরা অধিক পরিমানে ভাল ফসল ফলাতে পারবেন। আর এতে করে দেশের খাদ্য ঘাটতি পূরণেও ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবেন তারা বলে সভায় জনানো হয়। 

পরে সভা শেষে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) পাবনা জেলার নতুন নগরবাড়ী ঘাট শাখা কার্যালয়ের সাইনবোর্ড স্থাপনের উদ্বোধন করেন পাবনা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) এর সভাপতি ও  পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, পাবনা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন । এ সময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

No comments

Powered by Blogger.