ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

পাবনায় সরকারি কর্মকর্তা ও জেলা এ্যাডভোকেসী কমিটির মতবিনিময় সভা


এম এ আলিম রিপনঃ অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার  ‘পাবনা জেলায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে’ সরকারি কর্মকর্তা এবং জেলা এ্যাডভোকেসী কমিটির সদস্যগনের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

দাতা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) ও রূপান্তর এর সহযোগিতায় এবং পাবনা প্রতিশ্রুতির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  শাহেদ পারভেজ ।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, মোঃ মতিউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পাবনা, পাবনা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এর বিভাগীয় সমন্বয়কারী মাসুদ আহমেদসহ প্রমূখ। 

বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তাগন পাবনা জেলার যুব সমাজকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে প্রচারাভিযান অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন। সভায় উপস্থিত সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন স্ব- স্ব বিভাগ থেকে প্রচারাভিযান সফল করতে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। 

উল্লেখ্য এ প্রচারাভিযানের অংশ হিসাবে জেলার ৬টি বালিকা বিদ্যালয়ে সচেতনতামূলক সভা আয়োজনের পাশাপাশি সরকারী-বেসরকারী পর্যায়ে বিভিন্ন পেশার মানুষদের অংশগ্রহনে ১০ জানুয়ারী ২০১৯ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

No comments

Powered by Blogger.