ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত


এম এ আলিম রিপনঃ “সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এই শ্লোগানকে সামনে রেখে সুজানগর উপজেলায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ পালিত হয়েছে।

এই উপলক্ষে বৃহস্পতিবার  উপজেলা প্রশাসন আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, কুইজ  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ এর নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। 

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান সামছুল আলম, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন আখতারুজ্জামান জর্জ। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

No comments

Powered by Blogger.