সুজানগরের লিজা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভার ৪১ নং চরভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষাকা ফেরদৌসী সুলতানা লিজা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
ফেরদৌসী সুলতানা লিজা সহকারী শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যানবেইজ কর্তৃক পরিচালিত উপজেলা আইসিটি রিসোর্স সেন্টার ফর এডুকেশন এ মাস্টার ট্রেইনার হিসাবেও অত্যন্ত সুনামের সাথে পাবনা সদর, সুজানগর, বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ প্রদান করে চলেছেন।
প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ জেলা পর্যায়ে যাচাই-বাচাই কমিটির সভাপতি পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ স্বাক্ষরিত তথ্যে তার শ্রেষ্ঠ শিক্ষিকা হওয়ার বিষয়টি জানা গেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনসুর রহমান বলেন, যাচাই-বাচাই করে শিক্ষাগত যোগ্যতা, বিষয় ভিত্তিক জ্ঞান, দায়িত্ববোধ, শৃংখলা, অভিজ্ঞতা, সময়ানুবর্তিকা, সৃজনশীল উদ্যোগ, শ্রেনী কক্ষে পাঠদান, বিদ্যালয়ে কাজের দক্ষতা, আর্থিক শৃঙ্খলা সহ শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় ফেরদৌসী সুলতানা লিজাকে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত করা হয়েছে।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বলেন গুনগত শিক্ষার মান উন্নয়নের জন্য সহকারী শিক্ষিকা ফেরদৌসী সুলতানা লিজা ম্যাডাম নিজ উদ্যোগে আমাদের অতিরিক্ত ক্লাস এর মাধ্যমে বাড়তি পড়া-লেখা করান। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাইরে কোন কোচিং করতে হয় না।
এর আগে গত ৪ ডিসেম্বর পদক কমিটি জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিত্বে শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকার রাখার জন্য সুজানগর উপজেলার চরভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসী সুলতানা লিজাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করে।
চরভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরদার রাজু আহমেদ জানান তার বিদ্যালয়ের শিক্ষিকা লিজা জেলার শ্রেষ্ট শিক্ষিকা নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষিকা সহ সুজানগরবাসী অত্যান্ত আনান্দিত। এবং তিনি যেন সামনে আরো এগিয়ে যায় সেই প্রত্যশা করি।
পাবনা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা ফেরদৌসী সুলতানা লিজা এক প্রতিক্রিয়ায় তাকে জেলার শ্রেষ্ট শিক্ষিকা হিসাবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের নিকট কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তিনি যেন তার কর্ম দক্ষতার মাধ্যমে আগামীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে নির্বাচিত হয়ে পাবনার সুনাম বয়ে আনতে পারেন এ জন্য সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য মিয়াপুর হাইস্কুল এন্ড কলেজ থেকে ফেরদৌসী সুলতানা লিজা এসএসসি এবং এস.এস.সি পাশের পর পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ থেকে বি.এস.এস এবং এম.এস.এস সম্পন্ন করে পরবর্তীতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এম.এ সম্পন্ন করেন। এছাড়া ন্যাপ এর অধীন পি.টি.আই ময়মনসিংহ থেকে ডি.পি.এড সম্পন্ন করেন তিনি।
No comments