ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুরের দাফন সম্পন্ন


এম এ আলিম রিপনঃ অসংখ্য মুসুল্লীর ঢলে সুজানগরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার নিজ বাড়ি পৌরসভার ভবানীপুরে অসুস্থতা জনিত কারণে রাত ১১টার দিকে তিনি পরিবারপরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সকলকে কাঁদিয়ে নাফেরার দেশে চলে যান।

পরে শুক্রবার বাদ জুম্মা সুজানগর শহীদ দুলাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং চরতারাপুর ইউনিয়নের গোহাইলবাড়ী খাপড়াডাঙ্গীতে ২য় জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে সহ  বহু গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে আব্দুল গফুরের প্রথম জানাজা নামাজে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পাবনা জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সুজানগর উপজেলা বিএনপির সাবেক  সভাপতি আজম আলী বিশ্বাস, সুজানগর উপজেলা জামায়াত এর আমীর কে,এম,হেসাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবিদ হাসান দুলাল, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রউফ, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল, বিআরডিবির চেয়ারম্যান একিউএম শামছুজ্জোহা বুলবুল, পদ্মা কলেজের বাংলা প্রভাষক ফারুক-ই-আজম, ব্যাসায়ী জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শরীক হন। 

জানাজায় ইমামতি করেন সুজানগর বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আলহাজ রফিকুল ইসলাম। উল্লেখ্য আব্দুল গফুর সুজানগরের সকল শ্রেণী পেশার মানুষের কাছে গফুর ডিলার হিসাবে পরিচিত ছিলেন। তার ৪ ছেলে নান্নু, পান্নু, সোহেল ও রিপু এর মধ্যে বর্তমানে নান্নু ও পান্নু এবং ৪ মেয়ের মধ্যে মিতু সহ অপর এক মেয়ে আমেরিকা বসবাস করছেন। আব্দুল গফুর নিজেও অনেকদিন আমেরিকা অবস্থান করেন।

No comments

Powered by Blogger.