নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে গোলটেবিল বৈঠক
এম এ আলিম রিপনঃ ‘পাবনা জেলায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে’ এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির স্যামসন এইচ চৌধুরী মিলনায়নতে ১৮ ডিসেম্বর বুধবার দাতা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) ও রূপান্তর এর সহযোগিতায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
পাবনা প্রতিশ্রুতির আয়োজনে এবং বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, বিশিষ্ট সাংবাদিক রবিউল ইসলাম রবি, সংবাদপত্র পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান, জেলা সাংস্কৃতি বিষয়ক কর্মকর্তা মারুফা মঞ্জরী খান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এর বিভাগীয় সমন্বয়কারী মাসুদ আহমেদ সহ যুব সমাজ প্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি, রাজনিতিকগণ, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীসহ অর্ধশতাধিক বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
সভায় বক্তাগন পাবনা জেলার যুব সমাজকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে প্রচারাভিযান অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন এবং পারিবারিক সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) ও রূপান্তর এর সহযোগিতায় এ প্রচারাভিযান ১০ জানুয়ারী ২০১৯ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে চলমান থাকবে।
No comments