ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

পাবনার বালিকা উচ্চ বিদ্যালয় সমূহে সচেতনতামূলক অধিবেশন


এম এ আলিম রিপনঃ ‘পাবনা জেলায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে’ পাবনার বালিকা উচ্চ বিদ্যালয় সমূহে সচেতনতামূলক অধিবেশন  অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার সকালে সেন্ট্রাল গার্লস স্কুল এবং বেলা ২টায় পাবনা টাউন গার্লস স্কুল সম্মেলন কক্ষে দাতা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) ও রূপান্তর এর সহযোগিতায় এবং পাবনা প্রতিশ্রুতির আয়োজনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।  

সচেতনতামূলক এ  অধিবেশনে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মারুফা মঞ্জরী খান, জেলা সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা, এবং সদস্য জেলা এ্যাডভোকেসী কমিটি, পাবনা। মুজতাবা আব্দুল আহাদ, ফোকার পার্সন, পাবনা প্রতিশ্রুতি, পাবনা। মোঃ তালেবুর রহমান, প্রধান শিক্ষক, সেন্ট্রাল গার্লস স্কুল, পাবনা। 

অপরদিকে বেলা ২টায় পাবনা টাউন গার্লস স্কুল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান আলোচক ছিলেন জনাব আব্দুল মতিন খান, বিশিষ্ট সাংবাদিক এবং আহবায়ক, জেলা এ্যাডভোকেসী কমিটি, পাবনা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এর বিভাগীয় সমন্বয়কারী মাসুদ আহমেদ, মুজতাবা আব্দুল আহাদ, ফোকার পার্সন, পাবনা প্রতিশ্রুতি, পাবনা। 

মোঃ রবিউল করিম, প্রধান শিক্ষক, পাবনা টাউন গার্লস স্কুল, পাবনা। উভয় অধিবেশনে প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ শাহিনুজ্জামান এবং সহকারী প্রোগ্রাম অফিসার মীর তামজীদ হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এ প্রচারাভিযানের অংশ হিসাবে জেলায় আরো ৪টি বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা আয়োজনের পাশাপাশি সরকারী-বেসরকারী পর্যায়ে বিভিন্ন পেশার মানুষদের অংশগ্রহনে ১০ জানুয়ারী ২০১৯ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

No comments

Powered by Blogger.