সুজানগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
এম এ আলিম রিপনঃ সুজানগরে “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ডিসেম্বর) বেলা ১১টায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের অংশগ্রহনে বের হওয়া বর্ণাঢ্য র্যালি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাগন সহ প্রায় অর্ধশত বিদেশ ফেরত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
No comments