স্মাট জাতীয় পরিচয়পত্র পেলেন সুজানগরের ১৭০ জন বীর মুক্তিযোদ্ধা
এম এ আলিম রিপনঃ মহান বিজয় দিবসে সুজানগর উপজেলার ১৭০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মাট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে। ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ হল রুমে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অনুষ্ঠানে পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, তোফাজ্জল হোসেন তোফা, আব্দুল হাই,সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায় পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সহ সকল ভোটারদের মাঝেই স্মাট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
No comments