হৃদয়ে বঙ্গবন্ধু, চেতনায় স্বাধীনতা ও কণ্ঠে জয় বাংলা মুক্তিযুদ্ধকে শাণিত করে
এম এ আলিম রিপনঃ পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ মানুষের রক্তের ও ২ লক্ষ ৬৯ হাজার মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা। আর এই স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে যারা লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন তাদের চেতনায় ছিল স্বাধীনতা, হৃদয়ে ছিল বঙ্গবন্ধু ও কণ্ঠে ছিল জয় বাংলা।
বর্তমান প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধের সাথে পরিচিত না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যদি এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়, মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা যদি সম্মুখ ধারনা লাভ করে তবে ভবিষ্যতে কখনো জামায়াতের সাথে গাটবাধা কোন জোট এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আশিন হতে পারবে না।
১৭ ডিসেম্বর মঙ্গলবার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর দুলাই গ্রামের ঐতিহ্যবাহী বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেই যুদ্ধপরাধীদের বিচারের আওতায় এনে তাদের বিচার শুরু করা এবং সেই বিচারের রায় কার্যকর করা সম্ভব হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন দেশ স্বাধীন হয়েছে ৪৮ বছর হলো। এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই সোনার বাংলায় আওয়ামীলীগ যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখনইস্বাধীনতার ফসল জনগণ পুরোপুরি ভোগ করতে পারে। সব নাগরিকের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত বাস্তবায়িত হয়।
তিনি আরো বলেন বঙ্গবন্ধুর কন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের সময়েও লীগের নেতাকর্মীরা মানুষের উপর দাপট খাটায় না, লুট তরাজ করে না -শুধু মানুষের সেবা করে। তাই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বর্তমান সরকারের পাশে থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহ্বানও জানান তিনি।
বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লার সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজ সেবক ও উদীয়মান আওয়ামীলীগ নেতা ইকবাল বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খাজা নাজিম উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী মারুফ-উল-ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম রেজা,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস,পাবনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার বিশ্বাস, গোলাম রসুল, আব্দুল গফুর মাষ্টার, আমজাদ হোসেন, আব্দুর রশীদ শেখ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (ভোলা), মুক্তার আলম শেখ, ডাঃ আব্দুর রাজ্জাক, বিআরডিবির সাবেক সভাপতি হাবিবুর রহমান, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,আইন বিষয়ক সম্পাদক রায়হান আলী, আ’লীগ নেতা সাইফুল ইসলাম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক আবুল হাশেম,দুলাই ডাঃ জহুরুল কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুল কবির পলাশ, রিজু, ঠিকাদারী প্রতিষ্ঠান মীম কনষ্ট্রাকশন এর কর্ণধার রমজান আলী ও দুলাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শুরফুল ইসলাম প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চরদুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শাহজাহান আলী। সংশ্লিষ্ট সুত্রে জানা যায় পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন এ একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।
No comments