সুজানগর প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
ফিরোজ রানাঃ সুজানগর প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। সোমবার বিজয় দিবসের দিনের শুরুতেই মুক্তিযোদ্ধা ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং পরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্মম্ভে সুজানগর প্রেস ক্লাবের পক্ষ থেকে পূষ্পার্ঘ অর্পণ করা হয়।
এ সময় পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সহ-সভাপতি তড়িৎ কুমার কুন্ডু, আখতারুজ্জামান (জর্জ), মাহে আলম টিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সাংগঠনিক সম্পাদক দেলায়ার হোসেন, দপ্তর সম্পাদক মমিনুর রহমান সহ ক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
পরে এদিন সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর, ক্লাবের কার্য নির্বাহী সদস্য আব্দুল বাছেত বাচ্চু, এটিএম শামছুজ্জামান (ডন), আলমগীর হোসেন, আসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক মমিনুর রহমান, সদস্য শাহীনুজ্জামান, হাসান উদ্দিন, শামীম হোসেন ও ফিরোজ রানা প্রমুখ।
No comments