ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্তই যথেষ্ট --উপজেলা চেয়ারম্যান শাহীন

এম এ আলিম রিপনঃ একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্তই যথেষ্ট। ইতোমধ্যে যারা মাদকাসক্ত হয়েছে, তাদের মাদকের পথ থেকে ফিরিয়ে আনতে হবে। আর মাদক ব্যবসায়ীদের মাফ করা যাবে না। সে যেই হোক না কেনো তাকে আইনের আওতায় আনতে হবে। কারণ মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে বলে জানিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে বুধবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন আমাদের সন্তানেরা কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশে, অনেক রাত করে বাড়িতে ফিরে কিনা-এসব ব্যাপারে বাবা-মাকে খোঁজখবর রাখতে হবে এবং সন্তানদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। 

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ রানুয়ারা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাদক বিরোধী এ আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন সুজানগর থানা ইন্সপেক্টর(তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, উপজেলা প্রকৌশলী বাকী বিল্লাহ, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন প্রমুখ।

পরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। এর আগে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। 

No comments

Powered by Blogger.