ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ভাতিজার হাতে চাচা খুন


এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের শাফিপুর বতুরিয়া গ্রামে পারিবারিক কলহর জের ধরে ভাতিজা রিপনের ধারালা অস্ত্রের আঘাতে আপন চাচা মোঃ কালাম হাসান খুন হয়েছে বলে জানা গেছে। 

খুন হওয়া কালাম স্থানীয় এলাকার আব্দুস সামাদের পুত্র। দুলাই ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান নিজ বাড়ির আঙ্গিনায় একটি গাছ উভয়পক্ষ তাদের সিমানায় দাবি করে কাটতে যায় এ নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার দিনও ধার্য করা হয়। কিন্তু এরই মধ্যে বুধবার রাত আটটার দিক এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কালাম সহ অরও ৫জন আহত হয়। 

পরে তাদেরকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালামকে  মৃত ঘোষণা করে। আহত আবু তালেব, জামাল ও সাজাই সহ অন্য ৫ জন বর্তমান চিকিৎসাধীন রয়েছে। এ বিষয় সুজানগর থানা ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম জানান ঘটনার পরপরই ভাতিজা রিপনকে আটক করা হয়েছে। রিপন স্থানীয় এলাকার হানিফ হাসানের ছেলে।

No comments

Powered by Blogger.