ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ঈদের নামাজের সময় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০, আটক-৭


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের গোপালপুর মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় দুই পক্ষের লোকজনের সাথে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সংঘর্ষের এ ঘটনায় সুজানগর থানা পলিশ ৭ জনকে আটক করেছে।

স্থানীয় এলাকার লোকজন জানান বুধবার পবিত্র ঈদুল ফিতরের নামাজের দিন উক্ত এলাকার মসজিদে ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয় ৯.৩০ মিনিটে। সেই অনুযায়ী আরো ১০ মিনিট পরে মুসুল্লীদের অনুরোধক্রমে নামাজ শুরু করেন ইমাম। নামাজ শেষ হবার পরপরই স্থানীয় মুসুল্লীরা যখন খুৎবা শুনছিলেন ঠিক তখনই স্থানীয় রিপন, শিমুল, জুয়েল, ফজলু, সেলিম সহ কয়েকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে বৃষ্টির কারণে ৩০ মিনিট  সময় পরে কেন নামাজ শুরু করা হলোনা জানতে চেয়ে এই নিয়ে অন্যান্য মুসুল্লীদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে বেধে যায়। সংঘর্ষে বাবুল হোসেন, রাকিব হোসেন, সিজান, বন্দের সদ্দার ও সংঘর্ষ ঠেকাতে এসে জালাল হোসেনের স্ত্রী শিউলী খাতুন সহ অন্তত ১০ জন আহত হয়। পরে তাদেরকে সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনার শুনার পরপরই সুজানগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোবাহান সদ্দার, আনছার হোসেন, আব্দুস ছালাম, খোকন হোসেন, রাজ্জাক মৃধা, আব্দুস শুকুর ও মঞ্জু হোসেন নামে ৭ ব্যক্তিকে আটক করে। এ বিষয়ে গোপালপুর মসজিদ কমিটির সভাপতি শামীম হোসেন এবং ক্যাশিয়ার ডাঃ করিম হোসেন জানান কোনকিছু বুঝে উঠার আগেই মুসুল্লীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সুজানগর থানা ইন্সপেক্টর (তদন্ত) অরবিন্দ সরকার জানান এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলেই তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments

Powered by Blogger.