ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের ক্রোড়দুলিয়া বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ক্রোড়দুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন । 


চাহিদা ভিত্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় এবং  এলজিইডি সুজানগরের বাস্তবায়নে ৭৮ লাখ ৬১ হাজার টাকায়  ৪তলা ভিত বিশিষ্ট প্রথম পর্যায়ে দ্বিতল নতুন  এ ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সুজানগর উপজেলা প্রকৌশলী বাকী বিল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, সুজানগর উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, সুজানগর উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস খন্দকার, তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান, ক্রোড়দুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক জেসমিন নাহার, সুজানগর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কার্য সহকারী রমজান আলী, সার্ভেয়ার মোশারফ হোসেন, সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও ঠিকাদারী প্রতিষ্ঠান  নদী এন্টারপ্রাইজের পক্ষে আব্দুস সামাদ (জানু) সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ক্রোড়দুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন নাহার জানান বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৪৮৫ জন। আর নতুন কোন ভবন এতদিন না থাকায় অনেক কষ্ট করে শিক্ষার্থীদের পাঠদান চলছিল। সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন  নতুন এ ভবনটির নির্মাণ কাজ সমাপ্ত হলে সঠিক ও সুষ্ঠ পরিবেশে শিক্ষকেরা ছাত্র-ছাত্রীদের পাঠদান করাতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।

No comments

Powered by Blogger.