সুজানগরে বর্ণিল আয়োজনে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু
এম এ আলিম রিপনঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে ‘মুজিববর্ষ’ হিসাবে উদযাপনের লক্ষে সারাদেশের মত সুজানগরেও শুরু হয়েছে ক্ষণগণনা। শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে মুজিববর্ষের ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান।
এ সময় ইউএনও সুজিৎ দেবনাথ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে এদিন বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু করতে‘কাউন্ট ডাউন ক্লক’ উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় এন এ কলেজ মাঠ চত্বরে বৃহৎ স্কিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠান শুরুর আগেই মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে স্থানটি।
অনুষ্ঠানে ডিজিটাল স্কিনে সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন সুজানগরবাসী। ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে গলা মিলিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত হয় অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃমর্জিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুলতান প্রাং, আব্দুল হাই, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মনসুর আলী, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি রাজু আহমেদ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুর ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে ক্ষণগণনা অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের উদ্যোগে এন এ কলেজ মাঠ, উপজেলা পরিষদ চত্বর এলাকা সহ আশপাশের এলাকায় বঙ্গবন্ধুর আন্দোলন-সংগ্রামের ঐতিহাসিক ছবি, রঙ্গিন ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয় বর্ণিলভাবে।
No comments