ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে শিক্ষক ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন


শরিফুল ইসলামঃ সুজানগরে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর ২য় পর্যায়ের ১ম ব্যাচের শিক্ষক ও সুপারভাইজারদের অংশগ্রহনে ৫দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।  

বুধবার (০৮জানুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে এবং অনন্য সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় শুরু হওয়া  বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। 

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারী পরিচালক এমদাদুল হক ও অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক লিয়াকত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রোগ্রাম অফিসার মাহফুজুর রহমান।

No comments

Powered by Blogger.