গরীব কৃষকের মুখে হাসি ফোটাল এমপি ফিরোজ কবির
এম এ আলিম রিপনঃ সুজানগরে বোরো ধানের সোনালী হাসিতে দুলছে কৃষকের হাসি। কিন্তু মাঠের ধান পেকে গেলেও করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে কৃষকের সে হাসি মলিন হতে শুরু করে। করোনা সংকটে ধান কাঁটার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে করে বিপাকে পড়ে সুজানগরের অসহায় ও গরীব চাষীরা।
এমতাবস্থায় সেই সকল অসহায় চাষীদের পাশে দাঁড়িয়েছেন পাবনা-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির। সুজানগর উপজেলার ভাদুরভাগ গ্রামের এক গরীব কৃষকের ১ বিঘা জমির পাকা ধান কেটে দিলেন এমপি ফিরোজ কবির সহ কৃষকলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার মাঠে গিয়ে এ ধান কাটা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, এমপির এপিএস তাজুল ইসলাম তাজ ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেনও এ ধান কাটায় অংশ নেন।
সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার জানান এবারে সুজানগর উপজেলায় ৪ হাজার ১শত ৫০ হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন হয়েছে এবং বর্তমানে কৃষকেরা সেই পাকা ধান কটতে শুরু করেছে।
সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী বলেন এমপি ফিরোজ কবিরের এমন মহতী উদ্যোগে সুজানগরের অসহায় দরিদ্র কৃষকদের মুখে হাসি ফুটেছে। স্থানীয় অসহায় গরীব চাষী জাফর আলী বলেন কাজের লোক নেই, মাঠ ভরা পাকা ধান নিয়ে এক রকম দুশ্চিন্তায় ছিলাম।
এমপি নিজে এসে আমার ধান কেটে দেবে সত্যিই তা স্বপ্ন মনে হচ্ছে। আল্লাহ তাকে মঙ্গল করুন। পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে দূর্যোগকালীন এই সময়ে অসহায় গরীব কৃষকদের জন্য যা যা করা প্রয়োজন তাই তাই করা হবে। এবং আমি আশা করব সুজানগর উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা করোনা সংকটে অসহায় গরীব চাষীদের ধান কেটে মাড়াই করে বাড়ী পৌঁছে দেওয়ার এই কার্যক্রম অব্যাহত রাখবে।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন উপজেলার কোন গরীব কৃষক পাকা ধান কাটতে না পারলে তাদের পাকা ধান কেটে বাড়িতে পৌছে দেওয়ার চেষ্টা করবে উপজেলা কৃষকলীগ।
No comments