দুলাইতে এসএসসি পাশকৃত ছাত্রীর আত্মহত্যা
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পাশকৃত রাকা খাতুন (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।
সে উপজেলার দুলাই গ্রামের মো.রফিক হোসেনের এর মেয়ে। জানা যায় বুধবার বিকাল ৪টার দিকে সকলের অগোচরে নিজ বাড়ির একটি ঘরের ডাবের সাথে গলায় উড়না জড়িয়ে সে আত্মহত্যা করে।
সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত ) অরবিন্দু সরকার জানান কি কারণে রাকা খাতুন আত্মহত্যা করেছে তা এখনো জানা সম্ভব হয়নি। আর এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
No comments