চরতারাপুর ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা
এম এ আলিম রিপনঃ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২১ মে রোজ মঙ্গলবার স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে সংযোজন, সংশোধন, বিয়োজন, পরিবর্তন ও পরিমার্জন করে সর্বমোট ১ কোটি ৬২ লক্ষ ৫৯ হাজার ৩শ’৫৬ টাকার চূড়ান্ত এ বাজেট ঘোষণা করেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আসাদুজ্জামান আসাদ।
চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল হক টুটুল এর সভাপতিত্বে উক্ত উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবু, আবুল হোসেন খান, গোলাম মোর্তজা, আলতাব হোসেন, আজাদ আলী, মহসিন বিশ্বাস, আনিছুর রহমান ও সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য আছমা খাতুন, ফিরোজা খাতুন ও রুপা খাতুন প্রমুখ। চরতারাপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments