সুজানগর কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে ঈদের নামাজ আদায়ের লক্ষে প্রস্তুতিমূলক সভা
সুজানগর প্রতিনিধিঃ সুজানগর পৌরসভার তিন নং ওয়ার্ডের অর্ন্তগত ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে প্রথমবারের মত পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায়ের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২ টায় স্থানীয় পুকুরপাড় জামে মসজিদে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতিমূলক সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সামাদ, তোফাজ্জল হোসেন তোফা, জালাল উদ্দিন বিশ্বাস, মকবুল হোসেন, ইউসুব আলী, আমজাদ হোসেন, আব্দুল আওয়াল, ওয়াজেদ হোসেন, মোজাম্মেল হোসেন, পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন, রাজা হাসান, আলাল হোসেন, ফারক-ই-আজম, আজাদ হোসেন, আব্দুস সালাম, আব্দুস ছাত্তার, প্রিন্স মোল্লা, সুলতান প্রাং, এটিএম শামছুজ্জামান ডন, স্থানীয় কাঁচারীপাড়া ক্লাবের সভাপতি ও সুজানগর প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য সাইদুর রহমান সাইদ, সহ-সভাপতি সাইফুল্লাহ ফুল, কাঁচারীপাড়া ক্লাবের সহ-সভাপতি ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক জায়দুল হক জনি, অর্থ সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক ফিরোজ রানা, প্রচার সম্পাদক শাহীন হাসান, সমাজ কল্যান সম্পাদক রাশেদুল হাসান আশিক সহ স্থানীয় এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভার শুরুতেই উক্ত মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করার জন্য সুযোগ করে দেয়ায় সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ সহ সংশ্লিষ্ট প্রশাসনের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
এছাড়া ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে যেন মুসুল্লিগন পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করতে পারেন সে জন্য সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি সকলকে উক্ত মাঠে নামাজ আদায় করার জন্য আহবান জানানো হয়েছে ।
No comments