সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন কে সংবর্ধনা প্রদান
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন কে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ সেলিম মোরশেদের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ।
অনুষ্ঠানে সুজানগর পৌরসভার মেয়র আলহাজ আব্দুল ওহাব, পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, সুজানগর থানা ইন্সপেক্টর (তদন্ত) অরবিন্দু সরকার, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক বিশিষ্ট লেখক ও প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, সুজানগর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্স এর মেডিকেল অফিসার সাদি হাসনাইন রকি, মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ফিরোজ হোসেন, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, মর্ডান ডায়গনস্টিক সেন্টারের কর্ণধার হেতায়েতুল্লাহ ডাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন তিনি তার বক্তব্যে সুজানগরের সার্বিক উন্নয়নে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। আর এ জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
No comments