সুজানগর থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এম এ আলিম রিপনঃ সুজানগর থানা পুলিশের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সুজানগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত ব্যক্তিদের স্বাগত জানান সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) অরবিন্দু সরকার ও হাদিউল ইসলাম।
অনুষ্ঠানে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামীমা আক্তার, সুজানগর পৌরসভার মেয়র আলহাজ আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মতিন মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর, সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, সুজানগর হাসপাতালের আর এম ও ডাঃ সেলিম মোরশেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, সুজানগর প্রেসক্লাবের সহ-সভাপতি জামিলুর রহমান লিটন, সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ফিরোজ হোসেন, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, তাঁতীবন্দ ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, হাটখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন, সুজানগর থানা পুলিশের সদস্যগন, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুজানগর উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
ইফতার পূর্ববর্তীতে দেশ এবং জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন সুজানগর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ সিদ্দিকুর রহমান।
No comments