সুজানগর উপজেলা আ’লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এম এ আলিম রিপনঃ বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুজানগর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত ব্যক্তিদের স্বাগত জানান বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি আলহাজ আব্দুল ওহাব ও বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
অনুষ্ঠানে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সহ সভাপতি আলহাজ আব্দুল কাদের রোকন, আব্দুল জলিল বিশ্বাস, আব্দুল মতিন মৃধা, রাণীনগর ইুইপ চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, প্রবীণ আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট শাহজাহান আলী খান, আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর, সুজানগর প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) ও উপজেলা আ’লীগের কার্যকারী সদস্য শাহজাহান আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক রেজা মন্ডল, আইন বিষয়ক সম্পাদক রায়হান আলী, কৃষি বিষযক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, বর্তমান সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, তাঁতীবন্দ ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছাত্তার প্রাং, হাটখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, জায়দুল হক জনি,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ সুজানগর উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলী এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহন করেন।
ইফতার পূর্ববর্তীতে দেশ এবং জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম। এর আগে সুজানগর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন এর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উক্ত কমিটির সকল সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
No comments