সুজানগরে হিন্দু বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের শ্রী সনত কুমার দাশের বাড়ীতে এক ধুর্ধর্ষ ডাকাতীর ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল উক্ত বাড়ী থেকে ২০ ভরি স্বর্ণ ও নগদ ২২ হাজার টাকা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে শ্রী উজ্জল দাশ নামক এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্বক আহত করলে তাকে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়।
বাড়ীর মালিক ও নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী সনত কুমার দাশ জানান শনিবার ভোররাত ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে তিনি সহ তার স্ত্রী সুচন্দা রাণী দাশ, মেয়ে শান্তনা রাণী দাশ ও শেলী দাশ কে ধরে অন্য একটি রুমে আটকে রেখে ২০ ভরি স্বর্ণ ও নগদ ২২ হাজার টাকা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তার শ্যালক শ্রী উজ্জল দাশকে ডাকাতদল কুপিয়ে মারাত্বক আহত করে।
এ ঘটনার পরপরই পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়ীর মালিক শ্রী সনত কুমার দাশ শনিবারই এ ঘটনায় সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছেন। সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) অরবিন্দু সরকার জানান তদন্তের ভিত্তিতে ডাকাতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ দিকে ডাকাতীর এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান খান সহ স্থানীয় এলাকাবাসী।
No comments