আহম্মদপুর ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা
সুজানগর প্রতিনিধিঃ সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭মে রোজ সোমবার স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে সংযোজন, সংশোধন, বিয়োজন, পরিবর্তন ও পরিমার্জন করে সর্বমোট ২ কোটি ৭ লক্ষ ৯৪ হাজার ৩শ’২০ টাকার চূড়ান্ত এ বাজেট ঘোষণা করেন আহম্মদপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আশরাফ আলী।
আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া এর সভাপতিত্বে উক্ত উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের সদস্য সামছুর রহমান প্রমুখ। আহম্মদপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments