ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

হাটখালী ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা


সুজানগর প্রতিনিধিঃ সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৬মে রোজ রবিবার স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে সংযোজন, সংশোধন, বিয়োজন, পরিবর্তন ও পরিমার্জন করে সর্বমোট ১ কোটি ৮০ লক্ষ ৭৬ হাজার ২শ’১৩ টাকার চূড়ান্ত এ বাজেট ঘোষণা করেন হাটখালী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আওলাদ হাসান।

আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব এর  সভাপতিত্বে উক্ত উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাজ উদ্দিন ও ময়েন উদ্দিন প্রমুখ। হাটখালী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.