ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন


এম এ আলিম রিপনঃ পাবনা-২ আসনের  অসহায় দরিদ্র মানুষদের মাঝে ঈদ সামগ্রী (শাড়ী) বিতরণের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত এ ঈদ সামগ্রী পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবিরের মাধ্যমে এলাকার অসহায় দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে। 

মঙ্গলবার সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। এ সময় অন্যান্যদের মাঝে সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পাবনা -২ আসনের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

No comments

Powered by Blogger.