সাতবাড়ীয়ায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বহি বিতরণের উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতা বহি বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ভাতা বহি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। এ সময় অন্যান্যদের মাঝে সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুজানগর উপজেলা সমাজসেবা কার্যালয় সুত্রে জানাযায় এবারে সাতবাড়ীয়া ইউনিয়নে ৮৭ জন বয়স্ক, ৩০জন বিধবা ও ২৫ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এই ভাতা পরিশোধ বহি বিতরণ করা হবে। আর ভাতা বহিপ্রাপ্ত ব্যক্তিরা তাদের জন্য সরকারি ভাবে প্রাপ্ত সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন।
No comments