ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

ইসলামী ব্যাংক সুজানগর শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


এম এ আলিম রিপনঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিড সুজানগর এসএমই/কৃষি শাখার উদ্যোগে ‘সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায়  উক্ত ব্যাংক কার্যালয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও পাবনা শাখা প্রধান মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সুজানগর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ’ শীর্ষক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের  চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সুজানগর বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ রফিকুল ইসলাম । 

এর আগে আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিড সুজানগর শাখার ম্যানেজার অপারেশন আবু হেনা মোস্তফা কামাল। পরে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ সুজানগর উপজেলা বিএনপি’র সভাপতি আজম আলী বিশ্বাস, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, আব্দুল মতিন খান,সুজানগর পৌরসভার সাবেক মেয়র কামাল বিশ্বাস, সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক আব্দুস শুকুর, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সুজানগর প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য আব্দুল বাছেত বাচ্চু, বিআরডিবি’র সভাপতি একিউএম সামছুজ্জোহা বুলবুল,সুজানগরের বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম বাদশা, আবদুল্লাহ আল মামুন জনি, সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, সুজানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আনছার আলী, সিনিয়র অফিসার আজিজুল হক সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ব্যবসায়ীগন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন । 

ইফতার পূর্ববর্তীতে দেশ এবং জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ রফিকুল ইসলাম। এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর শাখার অফিসার মোঃ আবু রায়হান শেখ। 

No comments

Powered by Blogger.