ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

ধুলাউড়ি ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা


নিজস্ব প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৮মে রোজ মঙ্গলবার স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হযরত আলী।

ঘোষিত বাজেটে আয় ধরা হয়েছে ২,৩৪,৭৭,০০০/= টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২,৩৯,৯২,০০০/=টাকা, ঘাটতি ধরা হয়েছে ১৫,০০০/= বিগত বছরের সমাপনী জের চলতি বছরের প্রারম্ভিক জের হওয়ায় ২০১৯-২০২০ অর্থ বছরের সমাপনী উদ্বৃত্ত রয়েছে ১,৮০,০০০/= টাকা। 

ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জরিফ আহম্মদ এর  সভাপতিত্বে উক্ত উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুলাউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব রন্জু ফকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ আজাদ মন্টু, জামাল উদ্দিন,  শহিদুল ইসলাম, আবুল কালাম, আঃ রউফ প্রমুখ। বাজেট সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

No comments

Powered by Blogger.