পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান
নিজস্ব প্রতিনিধিঃ প্রবীণ জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন কর্মসূচীর আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আথিক সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংস্থা পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে সমাজ উন্নয়নে অবদান রাখায় দোগাছী ইউনিয়নের প্রবীন ৬ ব্যক্তির মাঝে সম্মাননা স্মারক, সার্টিফিকেট এবং প্রত্যেকের মাঝে নগদ ২৫০০/-টাকা করে প্রদান করা হয়েছে।
পাশাপাশি প্রবীন বাবা –মায়ের প্রতি দায়িত্বশীল আচারণের জন্য ৩ জন শ্রেষ্ঠ সন্তানদের মাঝেও সম্মাননা স্মারক, সার্টিফিকেট এবং প্রত্যেকের মাঝে নগদ ১৫০০/-টাকা করে প্রদান করা হয়। গতকাল দোগাছী ইুইনয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে উক্ত সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে বেসরকারী উন্নয়ন সংস্থা পাবনা প্রতিশ্রুতির উপ পরিচালক বোরহানুর হাসান, উপ-সহকারী পরিচালক মুজতাবা আব্দুল আহাদ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments