ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা’র দাবীতে সুজানগর পৗর কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি

এম এ আলিম রিপনঃ রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদান সহ পেনশন প্রথা চালুর দাবী এবং এবং জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে দেশের বিভিন্ন পৌরসভার ন্যায় সুজানগর পৌরসভার কর্মকর্তা কর্মচারীরাও অবস্থান কর্মসূচী পালন করেছে। 

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির আহবানে এবং সুজানগর পৌরসভার উদ্যোগে সোমবার সকাল ০৯ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত স্থানীয় পৌরসভা কার্যালয়ের সম্মুখে এ অবস্থান কর্মসূচী পালিত হয়। এতে পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করে। 

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালনের ফলে পৌরসভার সকল ধরণের কার্যক্রম এদিন বন্ধ থাকে ফলে পৌরসভা থেকে সেবা নিতে আসা সকল ধরণের নাগরিক পড়ে চরম ভোগান্তিতে। এ বিষয়ে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সুজানগর পৌরসভা শাখার সভাপতি ও পৌর নচিব গোলাম নবী এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান সরকার  যতদিন আমাদের এ দাবীগুলো বাস্তবায়ন না করবে ততদিন পর্যায়ক্রমে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।  

No comments

Powered by Blogger.