ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে কুকুরকে কুপিয়ে আহত করায় থানায় অভিযোগ দায়ের!


এম এ আলিম রিপনঃ নিজ বাড়ীর পোষা সাধের কুকুরকে কুপিয়ে আহত করায় মজির শেখ (৬০) নামক এক ব্যক্তির বিরুদ্ধে সুজানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো.রস্তম আলী (৫৫) নামক এক ব্যক্তি। 

অভিযুক্ত ব্যক্তিটি হলেন সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কুড়িপাড়া কাজীর মোড় এলাকার মৃত রহিম শেখের ছেলে। এবং অভিযোগকারী একই গ্রামের মৃত রহিম শেখের ছেলে । 

সুজানগর থানায় লিখিত অভিযোগ দায়ের এর ভিত্তিতে জানা যায় সোমবার সকাল ১০টার দিকে কুকুরটি স্থানীয় গ্রামের প্রতিবেশী মজির শেখের ভিটার উপর বসে ছিল। এ সময় একটি ছাগল পাশ দিয়ে যেতে বসলে কুকুরটি ঘেও ঘেও করে উঠলে দা দিয়ে কুকুরটিকে কুপিয়ে আহত করে উক্ত মজির শেখে।পরে কুকুরটিকে আহত করার প্রতিবাদ করলে সে আমাকেও কুপিয়ে আহত করার হুমকি প্রদান করে বলে থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন রস্তম আলী। 
এ বিষয়ে অভিযোগকারী রস্তম আলী জানান স্থানীয় গ্রাম্য ডাক্তারদেরকে কুকুরটিকে চিকিৎসার জন্য ডাকলে তারা না আসায় আমি নিজেই কুকুরটির প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছি। এ সময় তিনি কান্নাজড়িত কন্ঠে আরো জানান আঘাতটা এতটাই গুরুত্বর যে শেষ পর্যন্ত হয়ত কুকুরটিকে আমি বাঁচাতে পারবো না। আর কুকুরটিকে কুপিয়ে আহত করার জন্য দায়ী ব্যক্তিটির বিরুদ্ধে সঠিক বিচার পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি। 

এ বিষয়ে সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) অরবিন্দ সরকার জানান অভিযোগকারী ব্যক্তিটিকে বার বার  স্থানীয়ভাবে বসে সমস্যাটির সমাধান করতে বললেও সে থানায় লিখিত অভিযোগ দায়ের করা ছাড়া  বাড়ী ফিরবেনা বলে জানিয়ে থানাতেই অবস্থান করে কান্নাকাটি করতে থাকে।পরে তার লিখিত অভিযোগটি গ্রহন করা হয়।

No comments

Powered by Blogger.