ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে পেট জোড়া লাগানো জমজ শিশুর জন্ম


এম এ আলিম রিপনঃ  পাবনা শহরের যমুনা ক্লিনিকে পেটজোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়েছে। রোববার রাতে সোনিয়া খাতুন নামের এক প্রসূতির সিজার অপারেশনের মাধ্যমে এই যমজ শিশুর জন্ম হয়। উন্নত চিকিৎসার জন্য জন্মের পরপরই মা ও শিশুকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্লিনিক সুত্রে জানা যায় সুজানগর উপজেলার কাদোয়া গ্রামের ফিরোজ হোসেন তার গর্ভবতী স্ত্রী সনিয়া (২০) কে সিজার করার জন্য গত শনিবার পাবনা যমুনা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে রবিবার রাতে চিকিৎসক সিজারের মাধ্যমে  পেট জোড়া লাগানো জমজ শিশু ২টি বের করেন। যমজ এই দুই শিশুই ছেলে সন্তান।আর যমজ এই দুই শিশুর  স্বজনরা নাম রেখেছেন ‘রাজা-বাদশা’।

তবে দরিদ্র মানুষ হওয়ায় এই যমজ সন্তানের চিকিৎসা নিয়ে হতাশার মধ্যে পড়েছে পরিবার। পাবনা জেনারেল হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক জানান, যমজ শিশুর অবস্থা বর্তমানে ভাল আছে। তবে তার পরিবারের সাথে কথা বলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হবে অতি দ্রুতই।

No comments

Powered by Blogger.