সুজানগরে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক
এম এ আলিম রিপনঃ সংঘবদ্ধ মটরসাইকেল চোর চক্রের ৩ জন সদস্যকে আটক করেছে সুজানগর থানা পুলিশ। গত সোমবার সকালে অবৈধভাবে মটরসাইকেল ক্রয় বিক্রয় করা অবস্থায় উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই বাজার থেকে মটরসাইকেল চোর চক্রের ৩ জন সদস্যকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার মানিকদীর এলাকার আব্দুল গফুর শেখের ছেলে আব্দুল আওয়াল বিলাই (২২), সাতবাড়ীয়া ইউনিয়নের মুজাহিদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে মোঃ হাবিব এবং অপরজন হলেন ভাঁয়না ইউনিয়নের চরপাড়া এলাকার আলহাজ্ব শাহজাহান আলী মাষ্টারের ছেলে মোঃ শামীম বিশ্বাস।
এ বিষয়ে পুলিশ বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছে। থানায় লিখিত এজাহারের ভিত্তিতে জানা যায় গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দুলাই বাজার এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়াই একটি কালো রংয়ের পালসার মোটরসাইকেল ক্রয় বিক্রয় করা কালে উপরোক্ত তিন সংঘবদ্ধ মটরসাইকেল চোর চক্রের ৩ জন সদস্যকে আটক করে পুলিশ।
এ বিষয়ে সুজানগর থানা ইন্সপেক্টর(তদন্ত) অরবিন্দ সরকার জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ৩ জন স্বীকার করেছেন যে তারা অবৈধভাবে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় করার জন্য উক্ত মটরসাইকেলটি নিজ দখলে ও নিয়ন্ত্রণে রেখেছিলেন। এবং আটককৃতরা আরো জানিয়েছে অপর পলায়নকৃত আসামী আহম্মদপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে নজরুল ইসলাম ওরফে শফিক এবং আব্দুল আওয়ালের নেতৃত্বে পাবনা জেলা সহ পাশ্ববর্তী জেলা সমূহে চোরাইকৃত মোটরসাইকেল তাদের দখলে ও নিয়ন্ত্রনে রেখে ক্রয় বিক্রয় করে থাকে।
এবং তারা পেশাদারী সংঘবদ্ধ মটরসাইকেল চোর চক্রের সদস্য বলিয়া এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে বলে পুলিশ জানায়। এ্ বিষয়ে পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান সংঘবদ্ধ মটরসাইকেল চোর চক্রের অপর সদস্যদের ধরতেও পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
No comments