ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

পাবনায় শিক্ষার্থীদের মাঝে সুচিত্রা সেন-বিএনএফ শিক্ষাবৃত্তি প্রদান

এম এ আলিম রিপনঃ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে এবং পাবনা প্রতিশ্রুতির আয়োজনে দরিদ্র  পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সুচিত্রা সেন-বিএনএফ  শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। 

রবিবার  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা প্রতিশ্রুতির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান এর সভাপতিত্বে এবং পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক মমতা চাকলাদার এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া উক্ত শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)শাহেদ পারভেজ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা প্রতিশ্রুতির উপ-সহকারী পরিচালক মুজতাবা আব্দুল আহাদ। পাবনা প্রতিশ্রুতি কার্যালয় সুত্রে জানাযায় পাবনা জেলার বিভিন্ন উপজেলার মোট ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে ৬ হাজার টাকা করে প্রদান করা হয়। 

অনুষ্ঠানে পাবনা প্রতিশ্রুতি’র উপ-পরিচালক খোন্দকার বোরহানুর হাসান, পাবনা প্রতিশ্রুতি’র সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ হাসান এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.