সুজানগরে ৬ বছরের শিশু ধর্ষণ, আটক-১
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলায় ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার মাতা বাদি হয়ে সুজানগর থানায় মামলা করলে অভিযুক্ত ধর্ষক জাহিদুল শেখ (২৭) কে আটক করে সুজানগর থানা পুলিশ। সে সুজানগর পৌরসভার চর-সুজানগর গ্রামের কদু শেখের ছেলে।
থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায় গত শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ধর্ষণের শিকার মেয়েটির মা তাকে বাড়িতে রেখে সুজানগর হাসপাতালে অসুস্থ বড় মেয়েকে দেখাতে যায়। এক ঘন্টা পর বাড়িতে আসলে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করতে দেখে। এ সময় মেয়েটির কাছে জিজ্ঞাসা করলে সে বলে তাকে পড়ানোর কথা বলে উক্ত ধর্ষক তার নিজ ঘরে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটায়।পরে ধর্ষক পালিয়ে গেলে সুজানগর থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার উক্ত ধর্ষক জাহিদুল কে গ্রেফতার করে।
সুজানগর থানা ইন্সপেক্টর(তদন্ত) অরবিন্দ সরকার জানান আটককৃত জাহিদুল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং পাবনা কোর্টে তার জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে।
No comments