সুজানগরের হেমরাজপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের হেমরাজপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। সোমবার তিনি এ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হক উপস্থিত ছিলেন।
নব-নির্মিত এ কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন বাংলাদেশ আওয়ামীলীগ ১৯৯৬ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরপরই ১৯৯৮ সালে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু’র কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দৌড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার লক্ষে সর্বপ্রথম দেশে সর্বমোট ১০৭২৩ টি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু পরে ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসেই এই দেশের গ্রাম অঞ্চলের মানুষদের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেন। পরবর্তীতে এ দেশের মানুষ বিপুলভোটের মাধ্যমে বিজয়ী করে বাংলাদেশ আওয়ামীলীগ কে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করলে পুনরায় এই কমিউনিটি ক্লিনিকগুলো চালু করা হয়। আর বর্তমানে দেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ১৩১৩৬ টি এবং এটি পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া তিনি স্থানীয় স্বাস্থ্যসেবা প্রত্যাশী মানুষেরা যাতে এখানে এসে সঠিক সেবাটি পান সেই জন্য কমিউনিটি ক্লিনিকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে তাদের নিজ নিজ দায়িত্ব আহ্বান জানান।
সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হক জানান বর্তমানে সুজানগর উপজেলায় সর্বমোট ৩০টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রাম অঞ্চলের মানুষদেরকে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে।এবং এখান থেকে সর্দি, কাশি, জ¦র সহ বিভিন্ন ধরণের রোগের চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ৩০ ধরণের ঔষধ প্রদান করা হয়ে থাকে। এছাড়া এখান থেকে স্বাস্থ্য শিক্ষা, পুষ্টি শিক্ষা ও গর্ভবতী মায়েদের স্বাস্থসেবাও প্রদান করা হয়ে থাকে। হেমরাজপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জাকিয়া ফেরদৌস বলেন ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ সেবা প্রদান করা হয়ে থাকে।
No comments