শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে -উপজেলা চেয়ারম্যান শাহীন
এম এ আলিম রিপনঃ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করে যাবার আহ্বান জানিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। মঙ্গলবার সুজানগর উপজেলা পরিষদ হলরুমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পল্লী উন্নয়ন প্রকল্প সদস্য মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আরো বলেন বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন দেশের কোন মানুষ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। আর বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ।
এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে যথাসময়ে বিনামুল্যে পাঠ্যবই বিতরণ, বিদ্যালয়ের বেতন মওফুক সহ শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন অবদানের কথা স্মরণ করে দিয়ে উপস্থিত সকল শিক্ষার্থীকে মাদকমুক্ত থেকে মনযোগ সহকারে পড়াশুনা করার প্রতিও আহ্বান জানান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার শাখা ব্যবস্থাপক সৈয়দ আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সুজানগর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছঃ মর্জিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ মিনা পারভীন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ-দপ্তর সম্পাদক রেজাউর করিম (রেজা মন্ডল), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আনছার আলী, সুজানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সহ-সভাপতি আব্দুস ছালাম সহ স্থানীয় বিভিন্ন পর্যাযের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখা সুত্রে জানা যায় এবারে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সর্বমোট ১২৮ জন পল্লীউন্নয়ন প্রকল্প সদস্য মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপহার হিসাবে স্কুল ব্যাগ, ছাতা সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখা সুত্রে জানা যায় এবারে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সর্বমোট ১২৮ জন পল্লীউন্নয়ন প্রকল্প সদস্য মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপহার হিসাবে স্কুল ব্যাগ, ছাতা সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
No comments