ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে দুলাল ঘোষের নকল ঘি ও দুধ তৈরির গোপন কারখানার র‌্যাবের অভিযান, আটক-২

এম এ আলিম রিপনঃ র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এস, এম, জামিল আহমেদ এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল বৃস্পতিবার দুপুর ১২টার দিকে সুজানগর পৌরসভার নন্দিতাপাড়ায় শ্রী দুলাল ঘোষের  নকল দুধ, মাঠা ও ঘি প্রস্তুতকারী কারখানায় অভিযান চালায়। 

এ সময় কারখানার দুই শ্রমিক মোঃ আলাল প্রামানিক (২৪), পিতা- মোঃ লতিফ প্রামানিক, সাং- রামজীবনপুর, ২। মোঃ মিঠন প্রামানিক (১৮), পিতা- মোঃ আবুল প্রামানিক, সাং- কামার দুলিয়া, উভয় থানা- সুজানগর, জেলা- পাবনাদেরকে গ্রেফতার করা করা সহ উক্ত অবৈধ গোপন ফ্যাক্টরী হতে ভেজাল দুধ, মাঠা ও ঘি প্রস্তুতের উপাদান পামওয়েল ১,২১৬ (এক হাজার দুইশত ষোল) লিটার, সয়াবিন তৈল ৭৮ (আটাত্তর) লিটার, ভেজাল মাঠা ২৫ (পঁচিশ) কেজি, ভেজাল মাখন ২৭ (সাতাশ) কেজি, ব্লেন্ডার মেশিন ০৬ (ছয়) টি এবং লবণ ৭৫ (পঁচাত্তর) কেজি উদ্ধার করা হয় বলে র‌্যাব-১২, সিপিসি-২, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।


অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে কারখানার মালিক শ্রী দুলাল ঘোষ (৪০), পিতা-মৃত অজিদ চন্দ্র ঘোষ, সাং- সুজানগর নন্দিতাপাড়া সহ তুফাই খাঁ (৫০), পিতা- জাহেদ আলী খাঁ, সাং- চর সুজানগর, উভয় থানা- সুজানগর, জেলা- পাবনা, কমল ঘোষ (৪৫), পিতা- জগৎ ঘোষ, সাং ও থানা- কুমার খালি, জেলা- কুষ্টিয়া সুকৌশলে পালিয়ে যায়। আর এ বিষয়ে উপরোক্ত আসামীদের বিরুদ্ধে সুজানগর থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব জানায়। 

এদিকে স্থানীয় এলাকাবাসী জানায় প্রায় ২৫ বছর ধরে উক্ত দুলাল ঘোষ অবৈধভাবে গোপন কারখানায় এই নকল দুধ, মাঠা ও ঘি প্রস্তুত করে বিক্রি করে ৫তলা একটি সহ ৩টি বিলাসবহুল বাড়ী নির্মাণ করা সহ কোটি কোটি টাকা উপার্জন করেছেন। উল্লেখ্য এর আগেও একাধিকবার প্রশাসন দুলাল ঘোষের এই গোপন কারখানায় অভিযান চালায়।

No comments

Powered by Blogger.