সুজানগরে ২৪০টি কেন্দ্রের মাধ্যমে শনিবার শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
এম এ আলিম রিপনঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে ২২ জুন শনিবার। এ কার্যক্রমের মাধ্যমে সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০ টি ইউনিয়নের ভ্রাম্যমান কেন্দ্র সহ সর্বমোট ২৪০টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় ৪০ হাজার শিশুকে ২২ জুন শনিবার খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বলে জানিয়েছেন সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান।
এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) সফল করতে এক এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভিন, সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম শমছুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, সুজানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ তৌফিক হাসান এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান আরও জানান ২২ জুন শনিবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কাঁচি দিয়ে ভিটামিন ‘এ ’ ক্যাপসুলের মুখ কেটে ভেতরে থাকা তরল ওষুধ চিপে শিশুদের এটি খাওয়ানো হবে। জোর করে বা কান্নারত অবস্থায় বা ইতোমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এমন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবেনা বলেও জানান তিনি। সভায় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
No comments