ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন



এম এ আলিম রিপনঃ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান শিশু মৃত্যুর ঝুকি কমান- এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সুজানগরেও জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রধান অতিথি হিসাবে  শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 


এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ রানুয়ারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান জানান এ কার্যক্রমের মাধ্যমে সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০ টি ইউনিয়নের ভ্র্যম্যমান কেন্দ্র সহ সর্বমোট ২৪০টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৬৪৫০ জন, এবং ১২-৫৯ মাস বয়সী ৪১৪০৬ জন শিশু সহ সর্বমোট ৪৮ হাজার শিশুকে এদিন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। 

No comments

Powered by Blogger.