ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে আওয়ালীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


এম এ আলিম রিপনঃ ঐতিহ্যবাহী, গৌরবোজ্জল, ইতিহাসের নিদর্শনের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী রোববার ২৩ জুন সুজানগরে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। 


কর্মসূচীর অংশ হিসেবে রোববার সুর্যদয়ের সাথে সাথে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ মিলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে  জাতির শ্রেষ্ঠ সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, যার জন্ম না হলে আমরা পেতাম না স্বাধীন দেশ ও স্বাধীন ভূখন্ড, সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব এবং সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সুজানগর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ মন্টু, আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, বর্তমান পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ প্রমুখ। 

শেষে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এছাড়া এদিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে  আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী’র কেক কাটা হয়।

No comments

Powered by Blogger.