সুজানগরে ঠান্ডায় কাবু ছিন্নমূল মানুষ, বাড়ছে রোগীর সংখ্যা
এম এ আলিম রিপনঃ গত কয়েক দিন ধরে সুজানগরে শীতের তীব্রতা বেড়েই চলছে। দিনে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যা হলেই ঘন কুয়াশার চাঁদরে ঢেকে যায় জনজীবন। ফলে প্রচন্ড শীতে চরম বিপাকে পড়ছে মানুষজন। বিশেষ করে সুজানগরের চলাঞ্চলের এবং সরকারি বাধের পাশে আশ্রয় নেয়া অসহায় ও ছিন্নমূল মানুষেরা নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে।
এদিকে, হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ৩ দিনের ব্যবধানে শিশু সহ অন্তত প্রায় ৩০-৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। তবে রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেও জানান সুজানগর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক।
সুজানগরে ঠান্ডার প্রকোপ যতই বাড়ছে, শীতবস্ত্রের অভাবে মানুষ ক্রমেই কাবু হয়ে পড়ছে। প্রচন্ড শীতের কারণে অনেকেই ঘরের বাহিরে কাজে যেতে পারছে না। পৌষের শুরুতেই ভোর হতে বিকেল পর্যন্ত ঘন কুয়াশায় আছন্ন হয়ে থাকছে গোটা উপজেলা। দিন ও রাতে বইছে শৈত্য প্রবাহ। রাতে ভারী কুয়াশার কারণে শীত আরও তীব্র হচ্ছে। ছিন্নমুল মানুষেরা খড়কুঠা, কাগজ কুড়িয়ে যত্র-তত্র আগুন জালিয়ে শীত নিবারন করছে।
আকাশ মেঘাচ্ছন্নের কারণে প্রচন্ড শীতের পুরাতন কাপড়ের দোকানে নিম্ন আয়ের মানুষ ভীড় জমাচ্ছে। এ সুযোগে দোকানীরা সুযোগ বুঝে বেশি দামে শীত বস্ত্র বিক্রি করছে। নিরূপায় হয়ে নিম্ন আয়ের মানুষ পুরাতন কাপড় বেশী দামে কিনেই শীত নিবারণের চেষ্টা করছে। এমনকি অসহায়-দুঃস্থ মানুষরা অভাবের তাড়নায় বাধ্য হয়ে শৈত্য প্রবাহের মধ্যেই মাঠে কাজ করতে যাচ্ছে।
এ দিকে গবাদি পশু নিয়েও বিপদগ্রস্থ হয়ে পড়েছে কৃষিজীবি মানুষ। গো-খাদ্যের দাম বেশি হওয়ায় একদিকে কৃষকরা গো-খাদ্য কিনতে হিমশিম খাচ্ছে, অপরদিকে প্রচন্ড শৈত্য প্রবাহের কারণে গবাদি পশু ঘর থেকে মাঠে বের করতে পারছে না। এদিকে সুজানগরের দুঃস্থ ও দরিদ্র নিম্ন আয়ের মানুষদের মাঝে শীত নিবারণের জন্য অনতিবিলম্বে সরকারি ভাবে সংশ্লিষ্ট দপ্তর কম্বল সহ শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহন করবেন বলে প্রত্যাশা স্থানীয় সুশীল সমাজের।
No comments