সুজানগরে সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারকে আর্থিক অনুদান প্রদান
এম এ আলিম রিপনঃ সুজানগরে সড়ক দূর্ঘটনায় নিহত জাহিদুল ইসলামের পরিবারকে সরকারি সহায়তা হিসাবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাহিদুল ইসলামের মা মোছাঃ মোমেনা খাতুনের নিকট বিশ হাজার টাকার সরকারি এ আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও ইউএনও সুজিৎ দেবনাথ।
এ সময় থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সম্প্রতি সুজানগর পৌরসভার চর মানিকদীর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম গত ৬ জানুয়ারী তার বিয়ে উপলক্ষে আত্বীয় বাড়ীতে দাওয়াত দিতে গিয়ে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কাচুরীর মোড় নামক স্থান থেকে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান।
No comments