সুজানগরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ। সভায় আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য অনান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়া একইদিনে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সঞ্চালনায় উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাও অনুষ্ঠিত হয়।
No comments