সুজানগরে শেখ ফার্মেসীর উদ্বোধন
শরিফুল ইসলামঃ সুজানগর পৌর শহরে শেখ ফার্মেসীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) দুপুর ২টায় পৌর শহরের ইসলামীয়া সুপার মার্কেটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন এ শেখ ফার্মেসীর উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
এ সময় সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আব্দুল জব্বার, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাাপতি আব্দুল হাই, সাবেক প্রচার সম্পাদক মান্নান শেখ, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম সবুজ, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা,২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হাসান ফার্মেসীর কর্ণধার হাসান শেখ,সমাজ সেবক আইনুদ্দীন শেখ ও বাদশা এবং দৈনিক সিনসা পত্রিকার সুজানগর প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শেখ ফার্মেসীর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শরীক হন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন সহ উপস্থিত সকলে।
দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
No comments